মণিরামপুরে গলায় ভাত বেঁধে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৪ বছরের শিশুর মৃত্যুহয়েছে
স্টাফ রিপোর্টার: মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের স্যানেটারী মিস্ত্রি সোহেল রানার বড়ো ছেলে সাদমান (০৪) ভাত খাওয়ার সময়,গলায় বেঁধে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ২৯ শে নবেম্বর শুক্রবার দুপুর দুইটার দিকে তার মা তাকে ভাত খাওয়ানোর সময়, শিশু সাদমানের গলায় ভাত বেঁধে গেলে,ভিষণ লাগতেই থাকে।সাথে সাথে মোটরসাইকেল যোগে,মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার সাদমান কে মৃ**ত ঘোষণা করে। কর্মরত ডাক্তার জানায়,বেশ কিছু দিন ধরে শিশু সাদমান ঠান্ডা জ্বরে আক্রান্ত ছিলো।শুক্রবার দুপুর দুই টার সময় ভাত খাওয়াতে যায় মা,শিশু সাদমানের গলায় ভাত আটকে যায়,বার বার ভিষণ উঠতে থাকে পথেই হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়।শিশু সাদমান কে, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃ***ত্যুহয়।প্রতিবন্ধী সাদমানের মৃ**ত্যু**তে এলাকায় শোকের ছায়া নেমে আসে।সাদমানের পরিবার সুত্রে জানাযায়, সাদমান প্রায় মাস খানেক ধরে অসুস্থ, মাস খানেক ধরে ঠান্ডা জ্বর লেগেই ছিলো।কাশির সাথে রক্তের মতো উঠছিল,হটাৎ আজ দুপুরে ভাত খাওয়ানোর সময় ভিষণ উঠে,অনেক চেষ্টা করেও ভিষণ বন্ধ হচ্ছিল না।সাথে সাথে মোটরসাইকেল যোগে মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে,ডাক্তার সাদমান কে মৃত ঘোষণা করে। শিশু সাদমানের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এড শহীদ মোহম্মদ ইকবাল হোসেন।উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সহ আরো অনেকে। শিশু সাদমানের জানাজা নামাজ ২৯ শে নবেম্বর শুক্রবার রাত পৌনে ১২টার দিকে,মাছনা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়,জানাজা শেষে মাছনা মাদ্রাসা কবরস্থানে তার দাফন সম্পুর্ণ হয়।