সাংবাদিক খান এ রাজ্জাকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
কলাপাড়া (উপজেলা) প্রতিনিধি:
প্রবীণ সাংবাদিক ও খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। (২,ডিসেম্বর ২০২৪)রবিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
সভায় বক্তারা খান এ রাজ্জাকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনায় অংশ নেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, বর্তমান সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক কাজী সাঈদ, আসাদুজ্জামান মিরাজ এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক কেএম জহির।
অনুষ্ঠানে খান এ রাজ্জাকের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার সল্পকিছু মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মোঃ নজরুল ইসলাম এবং কুয়াকাটা ঘাটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোবাশ্বার হোসেন। এর আগে মরহুমের আত্মার শান্তি কামনায় কোরআন খতম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় এবং মরহুম খান এ রাজ্জাকের স্মৃতি ও অবদান সকলের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।