কলাপাড়ায় ধান পরিমাপ নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কলাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর, কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত ধানের মূল্য নির্ধারণ, ৪০ কেজিতে এক মন হিসেবে ধান বিক্রয় ও পরিমাপ প্রণয়নসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু, কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম, মহিপুর থানার ওসি তারিকুল ইসলাম, এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কৃষক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ দুই শতাধিক কৃষক-কৃষাণি। সভায় কৃষকদের সমস্যাগুলো তুলে ধরে ধান ক্রয়-বিক্রয়ে ৪০ কেজিতে মন নির্ধারণের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এখন ও ধানের মন ৪৬ কেজিতে ক্রয় করছেন সিন্ডিকেটরা এরজন্য ই এই সিদ্ধান্ত নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ বিষয়ে দ্রুত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালানো হবে।