কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের বিদায় সংবর্ধনা।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি !!
কালিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে, নড়াইল জেলার কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম মিয়াজী কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি কালিয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে যোগদান করেন ২৪ মে ২০২২ তারিখে, দীর্ঘ দিন যাবৎ কালিয়া উপজেলা সুনামের সাথে তার দায়িত্ব পালন করেন।সরকারি বিধি মোতাবে তাকে নোয়াখালী সদরে বদলি করা হয়। তার কর্মক্ষেত্রের বাহিরে ও একজন কবি ও সাহিত্যিক হিসেবে উপজেলা ব্যাপী বেশ পরিচিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আবদুল্লাহ আল মামুন। উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান মিয়া, ঘোষলা মাধ্যমিক সুপারভাইজার শারাফাত হোসেন, আই,সিটি অফিসার, প্রস্ফুট মন্ডল, যুব উন্নয়ন অফিসার ফয়জুল করিম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মমিনউদ্দিন, উপজেলা পশু চিকিৎসক অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সমবায় অফিসার রহিমা খাতুন, সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, আবুল কালাম মিয়াজির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকল কে যার যার নিজ ক্ষেত্রে থেকে নিষ্ঠা ও দায়িত্বের সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান, এবং বিদায়ী অথিতিকে একটি সম্মাননা স্মারক উপহার দেন।