কালিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার উপর ওরিয়েন্টেশন।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
২৩ ডিসেম্বর সকাল ১০ টায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে কালিয়া উপজেলার বাছাইকৃত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার উপর ১দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বাছাইকৃত কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় শহীদ এখলাজ উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, সহ ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০ জন প্রধান শিক্ষক ১০ জন শরীর চর্চা বিষয়ক শিক্ষক এবং ১০ জন আই,সি,টি, শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। এ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ কাউসার হোসেন, ইউনিসেফ বাংলাদেশের খুলনা বিভাগীয় শিক্ষা বিষয়ক কর্মকর্তা সাজিদুল ইসলাম, নড়াইল জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আলিফ নুর, নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজুমল হাবিব,কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ,এস,এম,নুরুস শাফী,কালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান মিয়া, প্রেসক্লাব কালিয়ার সভাপতি শেখ ফসিয়ার রহমান, প্রোগ্রাম শেষে ডাক্তার এ এস এম নুরুস শাফী বলেন অদ্যকার প্রোগ্রামের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে কালিয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় গুলোকে অনুরূপ প্রোগ্রামের আওতায় আনা হবে।#
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত