সরিষাবাড়ীতে পৌষ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে
পৌষ উৎসব উপলক্ষে আলোচনা সভা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাঠাগারের নতুন ঘরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া এলাকায় এ উৎসবের আয়োজন করে মিলন স্মৃতি পাঠাগার।
পৌষ উৎসব উপলক্ষে আলোচনা সভা, শেষে মিলন স্মৃতি পাঠাগারের নতুন পাঠাগার ঘর উদ্বোধন করা হয়। পরে রাত ১২ টা পর্যন্ত ময়মনসিংহ শিল্পগোষ্ঠীর রায়হান, হিরন এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রেডিও ১৯'র অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা রানু।
এতে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রবিউল ইসলাম,পোগলদিঘা কলেজের সহযোগী অধ্যাপক মাহমুদুল হক দুলাল, তরুণ উদ্ভাবক তৌহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, অভিনেতা ও সংগীত শিল্পী আমিনুল হক, সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুস সাত্তার,মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শেখ মো.আতিফ আসাদ প্রমুখ। অনন্যদের মধ্যে দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন , দৈনিক কালের কন্ঠ ও ৭১ টিভির সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত সহা বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলন স্মৃতি পাঠাগারের নতুন ঘর উদ্বোধন করেন অতিথিরা। এরপর সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত