একগুচ্ছ গোলাপ :মাহমুদুল হাসান শান্ত
এক গুচ্ছ লাল গোলাপ,
হাতে নিয়ে চুপটি দাঁড়াই।
তোমার প্রতীক্ষায় মগ্ন আমি,
তুমি কি নেবে গোলাপ একখানি?
ভালোবাসার স্পর্শ এ ফুলে,
লুকানো আছে যত মধুর মায়া।
রাখবে কি তা হৃদয়ে চিরকাল,
আমার মনে জাগে সেই ছায়া।
একগুচ্ছ গোলাপ নয় শুধু,
সঙ্গে দেব হৃদয়খানি।
ভালোবেসে রাঙাবো পথ,
যদি রাখো তুমি তা আপন জানি।
নীল ভালোবাসার অমল গুচ্ছ,
লাল গোলাপের শুভ্র প্রতিচ্ছবি।
তোমার জন্য রইলো এ ফুল,
মনে রেখো ভালোবাসার ছবি।