1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে ও জবায় করে হত্যা। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় নান্দাইলে গ্রেপ্তার ৩” গাজীপুরে  মফস্বল সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: একদিনে একজন নিহত, আরেকজন আহত — বিএমএসএফ’র উদ্বেগ রাজিবদিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী বরাদ্দ নেই, তবুও থেমে নেই উন্নয়নের পথ বিড়াল দিয়ে বাঘের কাজ হবেনা: হুমায়ুন কবির ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান। ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু অভাবের যুদ্ধে হেরে হাসপাতালেই ‘বন্দি’ হেলাল, প্রতিদিন বাড়ছে ১৫০০ টাকা”

খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবার নাম করে, ধরা পরলো দুই আসামী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবার নাম করে, ধরা পরলো দুই আসামী।

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)

আজ ১লা জানুয়ারী বুধবার, ঘটনাটি ঘটে কাঁচরাপাড়া এলাকায়,‌ মালদ্বীপে কাজ করে আকবর শেখের ছেলে, সেই সূত্রে ডলার সম্পর্কে তার একটা ধারণা আগে থেকে ছিল, এবং সেই সূত্র ধরেই আকবরকে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবে,। এবং ফ্রডস্টার আফতাব ভরা দিন আর রাজু বিশ্বাসের সাথে যোগাযোগ হয়,

তার আকবরকে বলে খুব কম পয়সায় বিদেশি কয়েন এবং ডলার পাইয়ে দেবো, এবং পরিকল্পনামাফিক তারা কাঁচরাপাড়া তে দেখা করে।

এক লক্ষ টাকার বিনিময়ে 557 টি কয়েন ও একটি একশো সৌদি রিয়াল আকবরের হাতে তুলে দেয়, কিন্তু কয়েন হাতে পেয়ে আকবর বুঝতে পারেন, সব কয়েন নয় বরং সেগুলো ছোট ছোট সাইজের টিনের চাকতি, ততক্ষণে চম্পট দেয় ফ্রডস্টারেরা, আকবর ছুটে যায় বিষ্ণুপুর থানায়,

বিজপুর থানাতে অভিযোগ দায়ের করেন আকবর। অভিযোগ জানানো তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় দুজন আসামিকে, আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৪৮ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোন ,বেশ কিছু জাল নথিপত্র, টিনের কয়েন তৈরি করার সরঞ্জাম।

আসামিদের মধ্যে আফতাব খরাদির বাড়ি বাংলাদেশে , আগামীকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ তদন্ত করে দেখছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয় ,বারবার জনগণকে সাবধান করা সত্ত্বেও ফ্রডদের হাতে ঠকছেন, জনগণকে সাবধান হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট