নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরিষাবাড়ীতে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ শ্লোগানে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের
সরিষাবাড়ী উপজেলায় পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কৃঞ্চ পাল।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নির্বাচন অফিস সংলগ্ন মোড়ে গিয়ে শেষ হয়। এরপর পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়। পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কার্যক্রম চলবে বলে জানান নির্বাহী কর্মকর্তা অরুন কৃঞ্চ পাল।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, একাডেমিক সুপার ভাইজার রহুল আমিন বেগ, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক আকুল মিয়া প্রমুখ।
এতে বিভিন্ন পেশাজীবীরাও অংশ নেন।