1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে ও জবায় করে হত্যা। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় নান্দাইলে গ্রেপ্তার ৩” গাজীপুরে  মফস্বল সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: একদিনে একজন নিহত, আরেকজন আহত — বিএমএসএফ’র উদ্বেগ রাজিবদিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী বরাদ্দ নেই, তবুও থেমে নেই উন্নয়নের পথ বিড়াল দিয়ে বাঘের কাজ হবেনা: হুমায়ুন কবির ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান। ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু অভাবের যুদ্ধে হেরে হাসপাতালেই ‘বন্দি’ হেলাল, প্রতিদিন বাড়ছে ১৫০০ টাকা”

৬তম বর্ষে পদার্পণ করলো, বাগদেবীর আরাধনায় ,বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাব।

  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

৬তম বর্ষে পদার্পণ করলো, বাগদেবীর আরাধনায় ,বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাব।

 

 

কোলকাতা থেকে সমরেস রায় ও শম্পা দাস:

ঠিক সন্ধ্যা সাড়ে ছটায়, বরানগর বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের পরিচালনায়, বারুইপাড়া লেনের সংযোগস্থলে, নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পারিষদ সদস্য রামকৃষ্ণ পালের উদ্যোগে, ষষ্ঠ তম সরস্বতী প্রতিমার শুভ সূচনা হলো।

 

শুভ সূচনা করলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, একটি সুন্দর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই প্রতিমার শুভ সূচনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক, উপ: প্রধান দিলীপ নারায়ণ বসু, পৌর পারিষদ সদস্য শ্রী অমর পাল, পৌর পারিষদ সদস্য শ্রী জয়ন্ত পাল, পৌর পারিষদ সদস্য শ্রী অঞ্জন পাল ,পৌর পারিষদ সদস্য শ্রীমতী আলপনা লাহা, উপস্থিত ছিলেন পৌর পরিষদ সদস্য প্রধান পৃষ্ঠপোষক শ্রী রামকৃষ্ণ পাল, যুগ্ম সম্পাদক সঞ্জয় মোদক ও সৈকত রায় মুখ্য সংগঠক গৌরব সাহা এবং সঞ্চালনায় ছিলেন বৈশালী বাসু ও‌ এলাকার অন্যান্য সদস্য ও এলাকাবাসী।

 

প্রতিমা শুভ সূচনার পর, উপস্থিত সকল অতিথিবৃন্দদের উত্তরীয়, ব্যাচ পড়িয়ে ,পুষ্পস্তবক ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান। বাগদেবীর আরাধনায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চলবে চারদিনব্যাপী। এই অনুষ্ঠান কে আলোকিত করবেন সংগীত শিল্পী প্রিয়াঙ্কা সহ অন্যান্য শিল্পীরা। প্রতিদিনই অনুষ্ঠান শুরু হবে সন্ধে সাড়ে ছটায়। থাকছে ভোগ বিতরণ ও ভোগের আয়োজন।

 

উপস্থিত অতিথিবৃন্দরা জানালেন, সারা দেশজুড়ে মেতে উঠবে বাড়ীর পুজো থেকে শুরু করে ক্লাবের পুজোর উদ্যোক্তারা ও ছাত্র-ছাত্রীরা, সাথে সাথে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হবে বাগদেবীর আরাধনা। সকাল থেকেই নতুন সাজে সেজে উঠবে ছাত্রছাত্রীরা ও বাড়ীর অভিভাবকেরা, তবে নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন অনুষ্ঠান একটা আলাদা মাত্রা এনে দেয় এলাকাবাসীদের, রামকৃষ্ণ পালের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে এই নয় নম্বর ওয়ার্ডে, এবারে বরানগর পেতে চলেছে ফুটবল একাডেমি স্থান। এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান যেমন থাকে , তেমনি অসহায় মানুষদের হাতে বস্ত্র তুলে দেন, সকাল থেকেই পুষ্পাঞ্জলী দেওয়ার জন্য ভীড় জমাতে থাকে এই ক্লাবে, তেমনি বরানগরে বন্ধু এ্যাথেলেটিক ক্লাবের মতো অন্যান্য ক্লাবেও শুভ সূচনা হচ্ছে সরস্বতী পুজোর।‌ এই তিনটে দিন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বাড়ীর অভিবাবকরা ও মেতে উঠবে পুজোতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট