পাঁচবিবিতে গ্রাম আদালত অনুষ্ঠিত
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত কার্যালয় পরিচালিত হয়। রবিবার দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালতের কার্যালয় পরিচালনা করেন চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু। পরিষদের সকল ইউপি সদস্য ও মামলার বাদী-বিবাদীর উপস্থিতিতে চেয়ারম্যান কতৃক পরিচালিত গ্রাম আদালত কার্যক্রমটি স্বচক্ষে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন মোঃ রাজিউর রহমান রাজু জয়পুরহাট ডিস্ট্রিক্ট ম্যানেজার, উপজেলা কো-অর্ডিনেটর
মোঃ সৈয়দ আলী, ইউপি সদস্য ফয়সাল হোসেন সহ অনেকেই। উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ আলী বলেন, আজকে উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ ( তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাদী বিবাদীর উপস্থিতিতে গ্রাম আদালত পরিচালিত হলো। তিনি আরো বলেন, আজকের আদালতের রায়ে উভয়পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন।