1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে ও জবায় করে হত্যা। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় নান্দাইলে গ্রেপ্তার ৩” গাজীপুরে  মফস্বল সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: একদিনে একজন নিহত, আরেকজন আহত — বিএমএসএফ’র উদ্বেগ রাজিবদিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী বরাদ্দ নেই, তবুও থেমে নেই উন্নয়নের পথ বিড়াল দিয়ে বাঘের কাজ হবেনা: হুমায়ুন কবির ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান। ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু অভাবের যুদ্ধে হেরে হাসপাতালেই ‘বন্দি’ হেলাল, প্রতিদিন বাড়ছে ১৫০০ টাকা”

শ্রীপুরে ঘুষ নেয়ার অভিযোগে শ্রীপুর থানার এএসআই ক্লোজ

  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শ্রীপুরে ঘুষ নেয়ার অভিযোগে শ্রীপুর থানার এএসআই ক্লোজ

বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে মাদকের অভিযানে গিয়ে ৩৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে ক্লোজড করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
এরআগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজের পূর্ব উত্তর পাশে সুইপার আরিফের বাড়ীতে অভিযান চালিয়ে তার স্ত্রীর গয়না বন্ধকের ৩৮ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠে এএসআই জাকির হোসেনের বিরুদ্ধে।
পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তাকে শাস্তির আওতায় আনা হয়।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ঘটনা অবগত হয়ে ইতোমধ্যে ওই এএসআই কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি তদন্ত করার পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি প্রদান করা হবে।

প্রসঙ্গত, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা (শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন) গ্রামের মনির হোসেন ওরফে মৈন্নার ছেলে আরিফ হোসেনের বাড়িতে মাদকের বিক্রি হচ্ছে এমন সংবাদে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও দুই কনস্টেবল সাদা পোশাকে বাড়ীতে অভিযান চালায়।

পরে তাদেরকে আটকের ভয় দেখিয়ে প্রথমে তিন লাখ টাকা দাবী করে। পরবর্তীতে ওই সুইপার দম্পতি কানের দুল বন্ধক রেখে এএসআইকে ৩৮ হাজার টাকা ঘুষ দিলে তাদেরকে বাড়ীতে রেখে চলে আসে পুলিশ।

আরিফের স্ত্রী স্বপ্না বলেন, আমাদের বাড়িতে পাউডার ছাড়া কিছুই পায়নি। তারপরও তিন লাখ টাকা চাইছে। আমার গয়না বন্ধক রেখে ৩৮ হাজার টাকা দিয়েছি।

অভিযুক্ত শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন এই রিপোর্টারকে বলেন, মাদক বিক্রি হচ্ছে এমন অভিযোগে আরিফের বাড়ীতে অভিযান চালানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট