জেএফসিএল আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে
জেএফসিএল আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) যমুনাসার কারখানা আবাসিক কলোনি এলাকা মাঠে এ ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল ভলিবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।
আরোও উপস্থিত ছিলেন কারখানার বিভাগীয় প্রধানগণ ও জে এফ সি এল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার।
ফাইনাল খেলাটির প্রতিদ্বন্দ্বী দুটি দল সবুজ দল ও নীল দল মুখোমুখি হয়। সবুজ দল নীল দলকে পরাজিত করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়।