1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে ও জবায় করে হত্যা। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় নান্দাইলে গ্রেপ্তার ৩” গাজীপুরে  মফস্বল সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: একদিনে একজন নিহত, আরেকজন আহত — বিএমএসএফ’র উদ্বেগ রাজিবদিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী বরাদ্দ নেই, তবুও থেমে নেই উন্নয়নের পথ বিড়াল দিয়ে বাঘের কাজ হবেনা: হুমায়ুন কবির ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান। ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু অভাবের যুদ্ধে হেরে হাসপাতালেই ‘বন্দি’ হেলাল, প্রতিদিন বাড়ছে ১৫০০ টাকা”

মানুষের ভোটের ও কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে-নড়াইল জেলা বি এন পি’র সম্মেলনে তারেক রহমান।

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মানুষের ভোটের ও কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে-নড়াইল জেলা বি এন পি’র সম্মেলনে তারেক রহমান।

শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি!!
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কাউকে ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে একছত্র অপশাসন কায়েম করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে। রাষ্ট্রকাঠামোকে মেরামত করতে হবে। জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই। এছাড়া ন্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন কর্মকান্ড, গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রসহন করেছে। বিরোধী দলের প্রতি দমন পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে।  
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন তিনি।
এর আগে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু। এছাড়া বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্মসম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহবুব মুর্শেদ জাপল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭০৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এ সম্মেলনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জুলফিকার আলী মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম, শাহরিয়ার রিজভী জর্জ এবং কামরুল হাসান প্রার্থী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন-টিপু সুলতান, খন্দকার এজাজুল হাসান বাবু, মাহবুব মুর্শেদ জাপল ও এস এম ফেরদৌস রহমান। রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গননা শেষে কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লা আমান বিশ্বাস জাহাঙ্গীর আলম (৪৫৬ ভোট)  সভাপতি, মনিরুল ইসলাম (৪২৯ ভোট)সাধারণ সম্পাদক ও খন্দকার ইজাজুল হাসান বাবু ( ২৯৭ ভোট) কে সাংগঠনিক সম্পাদক হিসাবে বিজয়ী ঘোষনা করেন। এবং কোন রকম বিজয় মিছিল দিতে নিষেধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট