সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি:
জামালপুর সরিষাবাড়ী সরকারি পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বালিকা (স্কুল এন্ড কলেজ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সরিষাবাড়ী পাইলট গার্লস উচ্চ মাধ্যমিক বালিকা (স্কুল এন্ড কলেজ) এর আয়োজনে প্রতিষ্ঠানটির মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী সরকারী পাইলট গার্লস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়( স্কুল এন্ড কলেজ)এর অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রিতী রেখা দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক,সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক ও সঙ্গীত শিক্ষক হাবিবুর রহমান জাহাঙ্গীর, সহকারি শিক্ষক শহিদুল্লাহ, সহকারি শিক্ষক এনামুল হক সহ শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।