1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে ও জবায় করে হত্যা। ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলায় নান্দাইলে গ্রেপ্তার ৩” গাজীপুরে  মফস্বল সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা: একদিনে একজন নিহত, আরেকজন আহত — বিএমএসএফ’র উদ্বেগ রাজিবদিয়ায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী বরাদ্দ নেই, তবুও থেমে নেই উন্নয়নের পথ বিড়াল দিয়ে বাঘের কাজ হবেনা: হুমায়ুন কবির ভালুকায় অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি নবম শ্রেণির স্কুলছাত্রী ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান। ময়মনসিংহ ও শেরপুরে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু অভাবের যুদ্ধে হেরে হাসপাতালেই ‘বন্দি’ হেলাল, প্রতিদিন বাড়ছে ১৫০০ টাকা”

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ সরকারের হর্টি ফুড ফেস্টিভ্যাল ২০২৫ এর সমাপ্তি।

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ সরকারের হর্টি ফুড ফেস্টিভ্যাল ২০২৫ এর সমাপ্তি।

রিপোর্টার,সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা,পশ্চিমবঙ্গ:
আজ ২২শে ফেব্রুয়ারী শনিবার, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের উদ্যোগে, ২০ শে ফেব্রুয়ারী যে হর্টি ফুড ফেস্টিভ্যালের শুভ সূচনা হয়েছিল, আজ তাহার সমাপ্তি হয়ে গেল, এই ফেস্টিভ্যাল ২০শে ফেব্রুয়ারী থেকে ২২ শে ফেব্রুয়ারী পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল। প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত। তিনদিন ধরে চলেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হর্টিকালচারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

এই হর্টি ফুড ফেস্টিভ্যালে বিভিন্ন দেশ থেকে তাহাদের নিজস্ব খাদ্যদ্রব্য এবং গাছপালা নিয়ে উপস্থিত হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান।

মালদা, জলপাইগুড়ি , কোচবিহার, উত্তর দিনাজপুর পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া প্রকৃতির দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন,

মেলায় ছিল, শাক সবজি, লাউ কুমড়ো, বিভিন্ন গাছপালা, বিভিন্ন ধরনের চাল, গুড়, মোয়া, মিষ্টি, বিভিন্ন ধরনের জুস, বিভিন্ন ধরনের ফুলের গাছসহ অন্যান্য সামগ্রী।

আজ তার সমাপ্তি শেষ দিনে, সরকারি তরফ থেকে বেশ কয়েকটি সংস্থাকে সম্মান তুলে দিলেন, এমনকি যে সকল শিল্পীরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তাহাদের হাতেও সম্মান তুলে দেন, মঞ্চে সারাক্ষণ ধরে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান,

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে, যে সকল সংস্থা মেলায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্য থেকে কয়েকজন বলেন, আমরা খুশি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে, আমরা চাই আরো সংস্থা অংশগ্রহণ করুক এবং তাদেরকে বসার সুযোগ করে দিক, তাহলে হয়তো মেলাটা আরো বেশি জমে উঠবে। বিভিন্ন সংস্থা আমাদের মতো উৎসাহ পাবে। আজ মেলার শেষ দিনে বিকেল থেকেই বহু ভীড় জমতে থাকে মেলার মধ্যে , শুধু তাই নয় শেষ দিনে কেনাকাটার ভীরটাও চোখে পড়ে। তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট