1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সালথায় অপবাদের ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন সরিষাবাড়িতে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার, ত্রি-বার্ষিকী সর্বভারতীয় সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেনবন্ধন….. চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনী অভিযানে ‎ যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩ নেতৃত্বের অপরাধকর্মের দায়ভার সমর্থনকারীকে নিতে হবে —চিকনাগুলে মুফতি আলী হাসান উসামা ২২ দফা সালিশ করে ও রায় মিলেনি সাংবাদিক ফজলু মিয়ার

৯নং নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বসন্ত উৎসব পালিত হল।।

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

৯নং নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বসন্ত উৎসব পালিত হল।।

রিপোর্টার,সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা,পশ্চিমবঙ্গ:
আজ ১২ই মার্চ বুধবার, তৃতীয়তম বর্ষে পদার্পণ করল এই বসন্ত উৎসব ও শোভাযাত্রা, ঠিক সকাল আটটায় বরানগর বারুই পাড়া গণেশ ফ্ল্যাট সংলগ্ন হইতে, এক সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ও বসন্ত উৎসব পালিত হলো, এই শোভাযাত্রা শুরু হয় বারুইপাড়া থেকে বিদ্যামন্দির হয়ে কালীতলা মাঠ, বরানগর পৌরসভা, বনহুগলী হাই স্কুল হয়ে পুনরায় বারুইপাড়া এসে সমাপ্ত হয়। এই শোভাযাত্রাটি পরিচালনা করেন 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সি আই সি সদস্য বরানগর পৌরসভার শ্রীরামকৃষ্ণ পাল। এবং ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা সরমা পাল।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুধাংশু আওন, ৩০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা জয়ন্ত রায়, সাত নম্বর ওয়ার্ডের পৌর মাতা নিলু গুপ্তা, এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক সত্যেন জানা, হাইকোর্টের বিচারক তনেন ব্যানার্জি, মোহন পাইদা, প্রদীপ দাস, মানু নাথ ,গোপাল ঘোষ, সৌরভ, রুমা দে, তামসী ভট্টাচার্য, শীলা দেবনাথ, গৌরী বিশ্বাস , ইন্দ্রানী মিত্র, পূজা সহ পৌরসভার সকল সদস্যবৃন্দ এবং মহিলা ও এলাকার শিশুরা।

এই শোভাযাত্রা শুরু হয় সুন্দর নৃত্য ও বক্তৃতার মধ্য দিয়ে, অংশগ্রহণ করেন ছোট বড় নৃত্যশিল্পীরা, এবং বসন্তের আহবানে সারা শোভাযাত্রা জুড়ে রঙিন আবীরে মাতোয়ার সকলে, একে অপরকে আবির মাখিয়ে বসন্তকে মনে করিয়ে দেয়, সাথে বেজে উঠে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান। তারপরেই পুনরায় রং মেখে দোলে মাতোয়ারা হবে।

তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায়, চেষ্টা করেছেন শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা করার মাইকের সুর কমিয়ে গানের তালে তালে পদ পরিক্রমা করেছেন, জাতে পরীক্ষার ছাত্র-ছাত্রীদের বিঘ্ন না ঘটে,সেই দিকটাও নজরের মধ্যে রেখেছিলেন, দেখতে দেখতে তিন বছরে পদার্পণ করল এই বসন্ত উৎসব। বসন্ত উৎসব মানেই রঙিন আবীরে ভেসে যাওয়া, তার সাথে সাথে একে অপরকে নৃত্যের সাথে সাথে মাতিয়ে তুলল।

সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে, উদ্যোক্তা জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই এবারে আমরা ছোট্ট করে এই শোভাযাত্রা করেছি, যাতে পরীক্ষার্থীর কোনরকম অসুবিধা না হয়, আর তার সাথে সাথে সকল উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের আমরা শুভেচ্ছা জানাই পরীক্ষা ভালো হোক, এই বছর অনেকেই হয়তো রঙে রঙিন হয়ে উঠতে পারবেনা পরীক্ষা থাকায়। কিছুটা তাদের মধ্যেও হয়তো দুঃখ রয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট