1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সালথায় অপবাদের ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন সরিষাবাড়িতে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার, ত্রি-বার্ষিকী সর্বভারতীয় সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেনবন্ধন….. চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনী অভিযানে ‎ যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩ নেতৃত্বের অপরাধকর্মের দায়ভার সমর্থনকারীকে নিতে হবে —চিকনাগুলে মুফতি আলী হাসান উসামা ২২ দফা সালিশ করে ও রায় মিলেনি সাংবাদিক ফজলু মিয়ার

নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামে ডাকাত দলের হাত থেকে বাঁচতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ার নওয়াগ্রামে ডাকাত দলের হাত থেকে বাঁচতে মানববন্ধন

শেখ ফসিয়ার রহমান নড়াইল প্রতিনিধি!!
নড়াইলের লোহাগড়ায় ডাকাত দলের সদস্যদের অনতিবিলম্বে গ্রেপ্তার, তাঁদের হাত থেকে এলাকবাসীকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নোয়াগ্রামে এ মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন  ডাকাতির কবলে পড়াশুরু  পরিবারগুলোর সদস্য জোৎস্না বেগম, শেফালি বেগম,  মো. সাগর শেখ,পারভেজ সহ অনেকে ।  
মানববন্ধনকারীদের অভিযোগ, গত দুই মাসে নোয়াগ্রাম ও পার্শ্ববর্তী বয়রা ও ঘাঘা এলাকায় কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় নোয়াগ্রাম এলাকার একাধিক মামলার আমামি আসমা বেগম, আব্দুর নূর তুষার ও তাদের সহযোগী সাদ্দাম, আকাশ, হান্নান, বিপ্লব, শিপন, ভাষান ও খায়রুল জড়িত রয়েছে। ঘটনার পর ভুক্তভোগীরা লোহাগড়া থানায়  মামলা ও অভিযোগ করেন৷ এসব মামলায় দুইবার আসমা বেগম গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর কয়েকদিনের মধ্যে   আসমা জামিনে বের হয়ে আসেন। তাছাড়া তার অন্য সহযোগিদের কেউ এখনও গ্রেপ্তার হয়নি। আর ডাকাতদের বিরুদ্ধে মামলা ও অভিযোগ করে আমরাই এখন উল্টো বিপদে পড়েছি। ডাকাতরা প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। মামলা ও অভিযোগকারিদের বিরুদ্ধে ইতোমধ্যে একটি মিথ্যা নির্যাতনের মামলা করেছেন ওই আসমা বেগম। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। 
জোৎস্না বেগম বলেন, গত ৩০ জানুয়ারি আমার বাড়িতে হওয়া ডাকাতির ঘটনায় আমরা মামলা করেছিলাম। ওই মামলায় আসমা গ্রেপ্তার হয়েছিল। অন্যান্য ডাকাতির ঘটনায় ও সে গ্রেপ্তার হয়। কিন্তু কয়দিন পরই জামিন পেয়ে যায়। জামিনে এসে আসমা আমাদেরকে হুমকি-ধামকি দেচ্ছে। নির্যাতনের একটা মামলাও দিয়েছে আমাদের নামে। নানাভাবে হয়রানি করতেছে, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করতেছে।
শেফালী  বেগম বলেন,ডাকাত দলের সদস্যরা নানাভাবে  আমাদের হুমকি ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি থাকতে পারতিছে না। পালিয়ে বেড়াচ্ছি।
লোহাগাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সাংবাদিদের বলেন, আসমার নামে ২০২২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এলাকায় চুরি ও দস্যুতার মামলায় জড়িত থাকায় আসমাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছিলাম। তুষারের নামেও একাধিক মামলা রয়েছে। তুষারসহ এদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনগণের যত মালামাল খোয়া গেছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট