1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ওসমানীনগরে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ৯ শিক্ষার্থী কে নুনু ফুটবল একাডেমির সংবর্ধনা ভালুকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২ তারাকান্দায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন মামলার বাদী মা ভেড়ামারায় মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন। খুঁটি পূজোর মধ্য দিয়ে ২১ শে জুলাই এর প্রস্তুতি শুরু , ধর্মতলা সি ই এস সি অফিসের সামনে। ভালুকায় ২ শিশুসহ মাকে হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার সেনাবাহিনীর অভিযানে মেহেরপুরে পিস্তলসহ ৩৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার তিস্তার গতি-প্রকৃতি উজানের দেশের ওপর নির্ভরশীল: উপদেষ্টা রিজওয়ানা হাসান

কেএম সি মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর উদ্যোগে ৬৫তম প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হলো।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

কেএম সি মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর উদ্যোগে ৬৫তম প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হলো।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ:
আজ ২৬ শে মার্চ বুধবার, ঠিক দুপুর একটায়, কলকাতা কর্পোরেশনের মেন বিল্ডিং এর পাশে, দুলাল ঘোষ স্মৃতি মঞ্চে, কে এম সি মজদূর পঞ্চায়েত আই এন টি ইউ সির উদ্যোগে, ৬৫ তম প্রকাশ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিভিন্ন পৌরসভার কর্মীরা উপস্থিত হন।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এবং দুলাল ঘোষের স্মৃতি উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের সম্মেলন শুরু হয়। দুলাল ঘোষের স্মৃতির উদ্দেশ্যে সকলে উঠে দাঁড়িয়ে এই সম্মান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মাননীয় শুভঙ্কর সরকার সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, মুখ্য অতিথি প্রদীপ ভট্টাচার্য সভাপতি kmc ,এম পি প্রাক্তন রাজ্যসভা, প্রধান বক্তা সন্তোষ পাঠক কার্যকরী সভাপতি kmc, আই এন টি ইউ সি ,পৌরপ্রতিনিধি ৪৫ নম্বর ওয়ার্ড। উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি এর কামারুজ্জামান কামার, সাধারণ সম্পাদক কে এম সি ,এম পি আই এন টি ইউ সি শঙ্কর রায়, সহ-সভাপতি কে এম সি, আই এন টি ইউ সি শশাঙ্ক মুখার্জী, দীপক রায় চৌধুরী, সঞ্জীব দে, পাপ্পু হেলা, রাজ কমল হেলা, অঞ্জন চৌধুরী। যুগ্ম সম্পাদক kmc, intuc দেবাশীষ ঘোষ ও সুমন দাস। উপস্থিত ছিলেন প্রদীপ প্রসাদ ও সুদীপ্ত রায়চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন কে এম সির মজদুর পঞ্চায়েত আই এন টি ইউ সি এর পক্ষ থেকে, কাদের, রহিম, জ্যোতিষ ,ভগলু, সুধীন , বিজয়, সুবীর ,হিমাংশু, ভীম, সুন্দর ,শওকত, রাজকুমার, অরুনা রায় ,দীপক ও অন্যান্যরা।
প্রদীপ প্রজ্জলন করলেন মাননীয় কামারুজ্জামান কামার মহাশয়।

আজকের সমাবেশ থেকে বেশ কিছু তথ্য এবং টিএমসি শ্রমিকদের যে সমস্যা ও পাওনা সেগুলি তুলে ধরেন।, এমনকি রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার হাওড়ায় গিয়ে পুলিশের বাঁধাই পড়েন সেটিও এই সমাবেশে তুলে ধরেন, তিনি বলেন মানুষের সমস্যা দূর করায় সরকারের কর্তব্য, কিন্তু সেগুলি কোনটি হয় না, আমরা তার প্রতিবাদ করতে গেলে পুলিশের আক্রান্ত হই, কিন্তু এতেও আমাদের আটকানো যাবে না, শুধু তা নয় যারা টিএমসিতে কন্টাকচুয়াল কাজ করছে, তাদের অবিলম্বে স্থায়ী করতে হবে, এমনকি তাদের ন্যায্য দাবিগুলি পূরণ করতে হবে, যারা রোদে জলে ঝড়ে বৃষ্টিতে মানুষের সেবায় কাজ করে চলেছে তারা ঠিকমতো মাইনে পায়না, কি তারা ন্যায্য মাই নাও পায়না, শুধু তাই নয়, মহাদীর কোন সুযোগ সুবিধা নাই, অবিলম্বে তাদের সুযোগ সুবিধা দিতে হবে। এর সাথে সাথে বলেন যারা পাড়ায় পাড়ায় ব্লিচিং দেন, ওষুধ দেন, তাহাদের মুখে পর্যন্ত মাক্স থাকে না, যারা ড্রিম পরিষ্কার করেন তাদেরও একই অবস্থা, দোতারা জানেন না এই সকল বিষ ক্রিয়ায় কতটা ক্ষতি হচ্ছে, মঞ্চ থেকে বারবার মেয়রের নাম উল্লেখ করেন, যিনি শুধু নিজের এরিয়ার কথা ভাবেন এই সকল মানুষের কথা ভাবেন না, যাদের মাইনেটুকু পর্যন্ত সময় দেয় না,তিনি কিসের দায়িত্ব পালন করছেন, সমস্ত কাজকে তো কন্টাকচুয়ালের হাতে তুলে দিয়েছে, কিন্তু তাহারা দিন-রাত পরিশ্রম করলেও তাদের ন্যায্য পাওনা পান না। শুধু তাই নয় বিভিন্ন এলাকায় জলের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, কানে ঠিক মতো কাজও হচ্ছে না, দেওয়াল খসে পড়ছে, একটা পরিবারের যতটা জলের প্রয়োজন তাও পাচ্ছেনা অবিলম্বে এই সকল সমস্যা দূর করতে হবে, নাহলে আমরা আর অতীব্রতর আন্দোলন করবো আজকের এই প্রকাশ্য সম্মেলন থেকে দাবী জানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট