1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ইজিবাইক চালক হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত আজ এতে ৫ জন কে ফাঁসির আদেশ দিয়েছেন ওপর এক দিক থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গাজীপুর মহানগরে এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ। উঠেছে ৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচী উপলক্ষে মিছিল সালথায় অজ্ঞাত এর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত, তদন্ত কমিটি গঠন” আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গৌরিপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” সালথায় আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন এলাকাবাসীর মনে ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১ ইউপি সদস্য আজাহার আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত মানসিক ভারসাম্যহীন বাবার হাতে নিষ্পাপ সন্তানের মৃত্যু”

গাজীপুরের বলদীঘাট বিট অফিসার কর্তৃক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি

  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুরের বলদীঘাট বিট অফিসার কর্তৃক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর জেলা প্রতিনিধি:
গত ৫ ই আগস্টে ছাত্র জনতার আত্মত্যাগ ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেন। আর এর পরপরই দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তবর্তীকালীন সরকার। আর দেশে বিভিন্ন জায়গায় হয়েছে একটি তুমুল পরিবর্তন। কিন্তু বন বিভাগে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। আর এই সুযোগের বন বিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন বলদীঘাট বিট অফিস হয়ে গেছে দুর্নীতির আখড়া। বনের গাছ কাটা থেকে শুরু করে বনের জায়গা দখল করে বাড়ি নির্মাণ এগুলো যেন নিত্যদিনের হিড়িক হয়ে পড়েছে। বিট অফিসার বনি শাহাদাত যেন এগুলো বানিজ্য করে খাওয়ার দায়িত্বে রয়েছেন।

বলদীঘাট বিটের আওতাধী বাংলা বাজার এলাকায় ২৬০৯ দাগে নজরুল নামের এক ব্যক্তি করেছে বিশাল একটি বাড়ি খবর পেয়ে বিট কর্মকর্তা সেখানে গিয়ে দাওয়াত খেয়ে এসেছেন এবং করেছে পকেট ভারি। যুগির সিট এলাকায় জুতার ফ্যাক্টরি সামনে দুলাল নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে ৮টি রুমের একটি বিশাল বাড়ির নির্মাণ করে সেখানে বিট অফিসার কোন পদক্ষেপ নেয়নি পরবর্তীতে এই দুলাল আবার ৫টি রুমের আরেকটি বিশাল বাড়ি নির্মাণ করেন। সেখানে কর্মকর্তা নীরব ভূমিকা পালন করেছে। রনি নামের আরেক ব্যক্তি ২৬০৯ করেছে বিশাল বাড়ি সেখানেও বিট অফিসারের নেই কোন পদক্ষেপ। যুগিরসিট এলাকায় নাজমুল মাস্টার করেছে একটি বিশাল বাড়ি। নাটকের বাজারে এলাকায় সম্পূর্ণ বনের জায়গা দখল করে হয়েছে একাধিক বাড়ি নির্মাণ। ডাক্তার-খানা বাজার এলাকায় জালাল নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি নির্মাণ। বলদীঘাট এলাকায় মিজান নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি। শিমুলতলা এলাকায় রহমান নামের এক ব্যক্তি গজারী গাছ কেটে ও বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি নির্মাণ।বিট অফিসার খবর পেয়ে সেখানে গিয়ে দাওয়াত খেয়ে এসেছেন। শিমুলতলা এলাকায় পারুল নামের এক মহিলা বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি। কাশিমপুর এলাকায় আলম মাস্টার নামের এক ব্যক্তি বনের জায়গা দখল করে করছে পাঁচ তলা ভবন। কাশিমপুর এলাকায় নুরু নামে এক ব্যক্তি বনের জায়গা দখল করে করেছে বিশাল বাড়ি।

গাজীপুরের শ্রীপুর রেঞ্জের আওতাধীন কাউরাইদ(বলদীঘাট) বিট অফিসের দুই বছর যাবত দায়িত্বে রয়েছেন বনি শাহাদাত। জানা গেছে এ বনী শাহাদাত আগে গাজীপুরের রাজেন্দ্রপুর এ ছিলেন। নিয়ম নীতি ভাঙার ফলে সেখানে ছয় মাসের অধিক সময় সাসমেন্ডে ছিলেন। সেখান থেকে বলদীঘাট বিটের দায়িত্বে আসেন এই বনি শাহাদাত।

গত ৩০ শে মার্চ দৈনিক সময়ের আওয়াজের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম নামের এক রিপোর্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বলদীঘাট অফিসার বনী শাহাদাতের অপকর্মের কিছু ভিডিও পাবলিস্ট করলে। ১ই এপ্রিল মুঠো ফোনে হোয়াটসঅ্যাপে এই বিট অফিসার রিপোর্টারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়।

এই ব্যাপারে শ্রীপুর রেঞ্জের দায়িত্বে থাকা রেঞ্জ অফিসার মোকলেসুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট