1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ইজিবাইক চালক হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত আজ এতে ৫ জন কে ফাঁসির আদেশ দিয়েছেন ওপর এক দিক থেকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গাজীপুর মহানগরে এতিমের অর্থ আত্মসাৎ এর অভিযোগ। উঠেছে ৩ জনের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মার্চ ফর জাস্টিস কর্মসূচী উপলক্ষে মিছিল সালথায় অজ্ঞাত এর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত, তদন্ত কমিটি গঠন” আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে গৌরিপুরে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ” সালথায় আশ্রয়ন প্রকল্পের ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার এই মৃত্যু নিয়ে নানা প্রশ্ন এলাকাবাসীর মনে ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক মাদকদ্রব্য মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ০১ ইউপি সদস্য আজাহার আলীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সরিষাবাড়ীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত মানসিক ভারসাম্যহীন বাবার হাতে নিষ্পাপ সন্তানের মৃত্যু”

গাজীপুর টঙ্গীতে অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার।

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজীপুর টঙ্গীতে অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার।

বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান মাসুম ও তার সহযোগীর বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ কাওছার (১৮) এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩ রা এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কাওছার তার বন্ধুসহ অটোরিকশায় করে বেক্সিমকো সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মাসুম ও তার সহযোগী নাঈমসহ আরও ৩-৪ জন তাদের পথরোধ করে গালিগালাজ করে এবং চেরাগ আলী এলাকায় নিয়ে যায়। সেখানে কাওছার ও তার বন্ধুকে মারধর করে ৫,০০০ টাকা চাঁদা দাবি করে। পরে কাওসারের বাবার কাছ থেকে এক হাজার টাকা আদায় করে তারা। এসময় অভিযুক্তরা পর দিন সন্ধ্যার মধ্যে বাকি ৪ হাজার টাকা দিতে বলেন। টাকা না দিলে ভুক্তভোগীকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী রিকশা চালক কাওছার বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। শুধুমাত্র গান বাজানোর অপরাধে আমাকে ছিনতাইকারী অপবাদ দিয়ে মাসুম ও তার দলবল আমাকে তুলে নিয়ে মারধর করে এবং টাকা দাবি করে। পরে তারা আমার বাবার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এদিকে, মশিউর রহমান মাসুমের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক অপপ্রচারের অভিযোগও রয়েছে। সেলিম কাজল নামে এক ব্যক্তি থানায় দায়ের করা আরেকটি অভিযোগে উল্লেখ করেছেন, মাসুম তার ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে মানহানির চেষ্টা করছেন। এছাড়া, মাসুমের বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে সেলিম কাজল বলেন, মাসুম দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে আমার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। সে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করছে। আমি চাই, আইনশৃঙ্খলা বাহিনী তার অপকর্মের যথাযথ ব্যবস্থা নিক।

তিনি আরও বলেন, তার সব কর্মকান্ডের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তারা পরিবারকে জানালে তারা এর কোন ব্যবস্থা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন। তারা মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এসব বিষয় অভিযুক্ত মাসুম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাজনীতি করি পাশাপাশি সাংবাদিকতা করি একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট