শাহীনা রব স্মৃতি পদক পেলেন তুলতুল।
বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
পৃথিবীর চিরন্তন যুদ্ধক্ষেত্র ফিলিস্তিনকে নিবেদিত ও গা#জার সকল শহীদদের শ্রদ্ধা... জানিয়েই শুরু হয় শাহীনা রব স্মৃতি পদকের অনুষ্ঠান মালা।
শাহীনা রব স্মৃতি পদক -২০২৪ পেলেন কথাসাহিত্যে শাম্মী তুলতুল। এখানে সাহিত্যিক,গবেষক, রাজনীতিক, সাপ্তাহিক দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দী'র জন্মদিন উপলক্ষে
আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান এবং মিলনমেলা হয়।
তারিখ; ৩ মে -২০২৫ ইংরেজী, শনিবার, বিকাল- ৪ টা, স্থান : বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন
উদ্বোধক : আনিসুর রহমান দেওয়ান, সদস্য সচিব, ন্যাশনাল পিপল্স পার্টি - এনপিপি
সভাপতি : মোস্তফা কামাল মাহ্দী, চেয়ারম্যান, দেশগ্রাম মিডিয়া সেন্টার
প্রধান আলোচক : প্রফেসর ড. জসীম উদ্দিন আহমদ, সাবেক ভিসি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ
বিশেষ অতিথিবৃন্দ
(৩) নাসির হেলাল, সাহিত্যিক, সংগঠক
(১) সৈয়দ নাজমুল আহসান, সাহিত্যিক এবং ইতিহাস ঐতিহ্য গবেষক
ইসলামী প্রোগ্রাম পরিচালনায়: আল্লামা খন্দকার শহীদুল হক, মুফতি শাহাদাত হুসাইন রিয়াজ, মাও. আবু জাফর সিদ্দিকী
সম্মানিত অতিথি : পদকে মনোনীত সকল ব্যক্তিবর্গ
উপস্থাপনায় : টিমুনী খান রীনো, সাহাব উদ্দীন শিহাব
ব্যবস্থাপনায়: সুজন হাসান এবং দেশগ্রাম টিম
আয়েজনে: দেশগ্রাম মিডিয়া সেন্টার।
পদক প্রাপ্তিতে তুলতুল বলেন মাহাদী ভাই খুব সহজ সরল একজন মানুষ তিনি পুরো বাংলাদেশ থেকে বেছে বেছে প্রতিভা বের করে তাদের মুল্যায়ণ করেন। তার মধ্যে আমি একজন। এই পদক পেয়ে তিনি অনেক আনন্দিত।
উল্লেখ্য লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল লিখছেন ছোটবেলা থেকেই বাংলাদেশের সকল জাতীয় পত্রিকা এবং বিদেশের পত্রিকাতেই সমান তালে লিখে যাচ্ছেন ।তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি।তিনি দুই বাংলার লেখক হিসেবে খ্যাত।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত