1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ওসমানীনগরে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ ও র‍্যালি বিএনপি নেতার কাণ্ড! তিন কোটি টাকা পাঠিয়েছিলেন বোনের স্বামীকে, আজ সেই মানুষই মারছে তাঁর বোনকে সরিষাবাড়ীতে ২০ মামলার আসামি শিপন হেরোইনসহ গ্রেপ্তার প্রাইভেট কার যোগে ঢাকা থেকে ময়মনসিংহ এসে অটোরিকশা চুরির সংঘবদ্ধ প্রতারক ও চোরচক্রের প্রধানসহ আটক ০৪। ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ‌ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে বইমেলার সমাপনী অনুষ্ঠিত ময়মনসিংহে র‍্যাবের অভিযানে অটোরিকশা চোরচক্রের চার সদস্য আটক” মেহেরপুর সদর বুড়িপোতা জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ মেহেরপুর গাংনীর ইজিবাইক চালক জামাল হত্যা মামলায় বাচ্চু মিয়ার মৃত্যুদণ্ড মেহেরপুর মুজিবনগরে বিএনপি’র নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে বিপর্যস্ত

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বীরগঞ্জে তীব্র তাপদাহে জনজীবনে বিপর্যস্ত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি।
প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত অব্যাহত তাপদাহে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে অব্যাহত তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া কেউই বাড়ীর বাইরে বের হচ্ছে না। সবচেয়ে গরমে দিনমজুর ও ক্ষেতমজুরসহ ধান চাতাল শ্রমিকেরা। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন এরা।

কয়েকদিনের তুলনায় তাপপ্রবাহ বেড়ে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। মানুষের পাশাপাশি প্রাণীকুলেও বেড়েছে অস্বস্তি। এদিকে  তীব্র গরমে একটু স্বস্তি পেতে গাছপালার ছায়ার নিচে আশ্রয় নিচ্ছেন মানুষ।

উপজেলায় গত কয়কদিন যাবৎ সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচণ্ড রোদ এবং ভ্যাপসা গরমে নাজেহাল খেটে খাওয়া দিনমজুর সহ সর্বস্তরের মানুষজন। তীব্র তাপপ্রবাহে কোথাও স্বস্তি মিলছে না। একটু স্বস্তি পেতে মানুষজন রাস্তার পাশে আখের রসের দোকানে ভিড় জমাচ্ছে। প্রচণ্ড গরম সহজ করতে না পেরে পুকুর ও সেচ পাম্পের পানিতে গোসল করতে শিশু-কিশোরসহ অনেকে দেখা যাচ্ছে।

এদিকে প্রচণ্ড গরমে হাত পাখার চাহিদা বেড়েছে। অনেকে সিলিং ফ্যানের পাশাপাশি হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা গিয়েছে।

উপজেলার পৌর শহরের মানিক চন্দ্র রায় জানান, এমন প্রখর রোদ জীবনে দেখি নাই। গত কয়েকদিনে ধরে রোদের প্রখরতা অনেক বেশি। কিন্তু জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড দাবদাহের ও রোদের মধ্যেও কর্ম কর্মস্থানে যেতে হয়।
আরও বলেন, প্রচণ্ড গরমে মনে হয় জীবনটা চলে যায় অবস্থা। জীবন বাঁচাতে ১৫-২০ মিনিট পর পর টিবল থেকে ঠান্ডা পানি পান করছি।

নিজপাড়া ইউনিয়নের মোঃ শরিফুল জানান, গাছের ছায়া আশ্রয় নিলেও কোন লাভ হচ্ছে না। গত দু’সপ্তাহ আগে এমন রোদ ও গরম ছিল না। গত কয়েকদিন ধরে প্রখর রোদ গরম পড়েছে।
রোদে খেতে কাজ করতে খুবই কষ্টকর। তার পরেও জীবন-জীবিকার তাগিদে কাজ কতেই হচ্ছে।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, (১১ জুন) বুধবার দিনাজপুরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা ৯০ ডিগ্রি ফারেনহাইট, আকাশে মেঘলা সূর্য দেখা যাচ্ছে। আজকের পূর্বাভাস অনুযায়ী, তাপমাাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা ৯৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

বীরগঞ্জে, তাপমাাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস বা ৮৪ ডিগ্রি ফারেনহাইট, এবং আবহাওয়া প্রধানত সূর্যোজ্জ্বল। আজকের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিযাস বা ৯৮ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, এবং গরম আবহাওয়া অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট