ফরিদপুরের বোয়ালমারী থানার একজন এসআই আসামি গ্রেফতার করতে যাওয়ার পথে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ গেল তার।
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় বোরহানউদ্দিন (২৭) নামের পুলিশের একজন উপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি গ্রেফতারি ওয়ারেন্ট ভুক্ত একজন আসামিকে গ্রেফতার করার জন্য মাগুরার মোহাম্মদপুর থানা থেকে ফরিদপুরের বোয়ালমারীতে যাচ্ছিলেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১, টার দিকে বোয়ালমারীর উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সোতাসী সেতো সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বোরহান উদ্দিন ঘটনা স্থলে মারা যান বলে জানা গিয়েছে। বোরহান উদ্দিন মোহাম্মদপুর থানায় এক বছর ধরে কর্মদক্ষ ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার পায়ড়া গ্রামের কুবাদ আলীর ছেলে। মোহাম্মদপুর থানার দায়িত্ব রাতে কর্মকর্তা ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক মোছাম্মত বুলবুল খাতুন, সাংবাদিক যোগে জানান বোরহান উদ্দিন সকাল ১০ টার দিকে থানা থেকে একটি মামলার অরেনভুক্ত আসামিকে ধরতে বল মাঝে যাচ্ছিলেন, পথে দুর্ঘটনায় মারা যাওয়ার খবর পেয়েছি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম বলেন, বোরহানউদ্দিনের মাথার পিছনে গুরুতর আঘাত পেয়েছেন। হাসপাতালে আনার আগে তিনি মারা যান।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদপুর থানার ১ এসআই নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার মরা দেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, এ নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।