আক্কেলপুরে বি.এন.পি. নেতার কবর জিয়ারত করলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা
মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার,
জয়পুরহাট আক্কেলপুর উপজেলা আজ রবিবার, আক্কেলপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি.) আক্কেলপুর থানা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেণ্য জননেতা দেওয়ান কোরবান আলী স্যারের কবর জিয়ারত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য এবং বি.এন.পি. জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
মরহুম দেওয়ান কোরবান আলী স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেওয়ান কোরবান আলী স্যারকে জান্নাতুল ফেরদৌসের মর্যাদা দানের জন্য দোয়া করেন এবং “আমিন” বলে প্রার্থনা শেষ করেন। এই জিয়ারতের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা এ সময় গোলাম মোস্তফার সাথে দেওয়ান কোরবান আলীর বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার প্রতি নিজেদের ভালোবাসার কথা ব্যক্ত করেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।