1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সালথায় অপবাদের ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন সরিষাবাড়িতে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার, ত্রি-বার্ষিকী সর্বভারতীয় সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেনবন্ধন….. চাঁদাবাজি ও অস্ত্রের যন্ত্রাংশ সহ সাইদ মোল্লার অন্ধকার রাজত্ব ভেঙে পড়ল সেনাবাহিনী অভিযানে ‎ যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩ নেতৃত্বের অপরাধকর্মের দায়ভার সমর্থনকারীকে নিতে হবে —চিকনাগুলে মুফতি আলী হাসান উসামা ২২ দফা সালিশ করে ও রায় মিলেনি সাংবাদিক ফজলু মিয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রথম বাজেট

  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রথম বাজেট
———————————————-
মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম ,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর মেয়র ডা. শাহাদাত হোসেন ২০২৫-২৬ অর্থ-বছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। একইসঙ্গে ২০২৪-২৫ অর্থ-বছরের সংশোধিত বাজেট ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা হিসেবেও উপস্থাপন করা হয়।

সোমবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট পেশ করেন মেয়র।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন বলেন, দায়িত্ব গ্রহণের সময় চসিক-এর মোট দেনা ছিল ৫৯৬ কোটি টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকায়। ধারাবাহিক দেনা পরিশোধ, রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে কাজ চলছে। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পৌরকর বাবদ ১৪০ কোটি টাকা আদায় সম্ভব হয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, উন্নয়ন সহায়তা খাতে ৬৫ কোটি ৭৬ লাখ টাকা ও বিশ্ব ব্যাংকের কোভিড-১৯ সহায়তা বাবদ প্রায় ৬০ কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। আয়কর, ভ্যাট ও কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্য তহবিল ও আনুতোষিকসহ বিভিন্ন খাতে শতকোটি টাকার বেশি পরিশোধ করা হয়েছে।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, প্রতি মাসে ৪০০ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা করে আনুতোষিক প্রদান অব্যাহত রয়েছে। জাইকার সহায়তায় আধুনিক বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থার মাধ্যমে অটোমেশন শুরু হয়েছে, যা আগামী অর্থ-বছরে পূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে।
চসিক-এর নিজস্ব আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে রাজস্ব বাড়ানোর ওপর জোর দিয়ে মেয়র বলেন, কর ও ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনা ডিজিটাল করা হয়েছে। বর্তমানে চসিক এলাকায় ২ লাখ ১৪ হাজার ৬৭৩টি হোল্ডিং ও ১ লাখ ২৬ হাজার ৮৩৪টি ট্রেড লাইসেন্স রয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মেয়র জানান, ১৯টি খাল থেকে ৪১ লাখ ঘনফুট মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে। ড্রেনেজ উন্নয়নে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং বর্ষায় আরও ২০০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মশক নিধনে আধুনিক পদ্ধতি ও আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার করা হচ্ছে।

জলাবদ্ধতা নিরসনে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে আগ্রাবাদ বক্স কালভার্ট পরিষ্কারের দায়িত্ব নৌবাহিনীকে দিয়ে ২ কোটি ২০ লাখ টাকার কাজ চলমান রয়েছে জানিয়ে মেয়র বলেন, চলতি মৌসুমে অতিবৃষ্টির পরেও জিইসি, বহদ্দারহাট ও চকবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা তলিয়ে যায়নি, যা আগামীর সফল পরিকল্পনার ইঙ্গিত।

চসিক-এর অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে দক্ষিণ পাহাড়তলীতে ১০ একর জমিতে বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ ও কুলগাঁওয়ে বাস-ট্রাক টার্মিনালের নির্মাণকাজ। শিক্ষা খাতে চসিক প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পুনরায় চসিক-এর অধীনে আনা হয়েছে।
২০২৫-২৬ অর্থ-বছরের জন্য মেয়রের চারটি অগ্রাধিকার কর্মপরিকল্পনা হলো— চলমান নিয়োগ সম্পন্ন করা, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন ও চসিক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, সিটি কর্পোরেশনের পূর্ণাঙ্গ জনবল কাঠামোর অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন পাঠানো হয়েছে। সিটিজেন চার্টার ওয়েবসাইটে প্রকাশ করে নাগরিক সেবার মান ও সময়সীমা স্পষ্ট করা হয়েছে।

চাকরি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে চসিক নিজস্ব জব পোর্টাল চালু করেছে। প্রথম ধাপে ২২টি পদের বিপরীতে ১২৩ জন নিয়োগের বিজ্ঞপ্তিতে ৩৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী সহ চসিক এর সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক মন্ডলী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট