1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ফেইসবুক নেশা কবি,তাছলিমা আক্তার মুক্তা ময়মনসিংহ-৭-এর সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী আর নেই যশোর অভয়নগরে অটো ভ্যান চালক লিমনের এর মরদেহ উদ্ধার করেছে পুলিশে।। ঢাকা-১৯ আসনে বহাল রাখার দাবিতে বিরুলিয়া ও বনগাঁওবাসীর মানববন্ধনঢাকা-২ আসনে অন্তর্ভুক্তির প্রস্তাব প্রত্যাহারের আহ্বান সভাপতি সালাম ও নজরুল সাধারণ সম্পাদক ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন ছাত্র আন্দোলনের ৮৯ তম প্রতিষ্ঠা, পুলিশকে হুঁশিয়ারী দিলেন। এস এফ আই‌ ছাত্র সংগঠন। রাজভবন অভিযান করতে গিয়ে, পুলিশের হাতে গ্রেফতার ও আহত কংগ্রেস কর্মীরা। দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছেনা। যার বিরুদ্ধেই অভিযোগ হোক, শিবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রাত পোহালেই জগন্নাথের রথযাত্রা উৎসব, চলছে তোর জোর, আকর্ষণ পুরীর মন্দিরের আদলে প্যান্ডেল।।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

রাত পোহালেই জগন্নাথের রথযাত্রা উৎসব, চলছে তোর জোর, আকর্ষণ পুরীর মন্দিরের আদলে প্যান্ডেল।।

আজ ২৬ শে জুন বৃহস্পতিবার, দুমাস ধরে চলছে বিগেট মাঠে তোড়জোড়, রাত পোহালেই রথযাত্রা উৎসবে মেতে উঠবে, ইসকনের মন্দিরের ভক্তবৃন্দরা, তাই চলছে প্যান্ডেল শেষ করার তোড়জোড়, তবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টির ফলে অনেকটাই বাধা প্রাপ্ত হচ্ছে প্যান্ডেল কর্মীরা, তাহারা জানান আমাদের কিছু করার নাই, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে দেওয়ার, কিন্তু বৃষ্টি বারবার আশায় আমরা থমকে পড়েছি। কারণ মাঠের চতুর দিকে জল ও কাদা। জিনিসপত্র আনতে অসুবিধা হচ্ছে।

সুদূর পূর্ব মেদিনীপুরের কন্টাই থেকে প্যান্ডেলের কর্মীরা এসেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের প্যান্ডেল তৈরির কাজে, তাহারা জানান, প্রায় একমাস ধরে আমরা এই প্যান্ডেলটি তৈরি করছি, যে সকল জিনিসগুলি দেখতে পাচ্ছেন , সেইগুলি আমরা ছয় মাস ধরে তৈরি করে নিয়ে এসেছি, না হলে করা সম্ভব হতো না। ইসকন কর্তৃপক্ষ আমাদের দায়িত্ব দিয়েছেন অনেক আগেই, পুরীর মন্দিরের আদলে প্যান্ডেলটি তৈরি করার, আমরাও ‌ দিন রাত এক করে এই বৃষ্টির মধ্যে চেষ্টা করছি ফুটিয়ে তোলার,‌ যেভাবে পুরীর মন্দিরটি তৈরি হয়েছে, সেইভাবে রূপ দেয়ার চেষ্টা করেছি, তবে আশা করি যদি বৃষ্টি একটু কমলে রাতের মধ্যেই কাজ শেষ করে দেওয়ার। বাকিটা ভগবানের উপর নির্ভর করবে,

সকাল থেকেই জমে উঠবে ইসকন মন্দির, ভক্তদের সমাগম, জগন্নাথের জয়ধ্বনি , অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে ভক্তরা জয়ধ্বনিতে মাতিয়ে তুলবেন এই মেলা প্রাঙ্গণ সাত দিন ধরে, থাকছে বিভিন্ন রকম স্টল, বেলা একটাই রওনা দেবে ইসকন মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা ব্রিগেড ময়দানের মাসির বাড়ির উদ্দেশ্যে। সেখানে চলবে সাত দিন ধরে নানা অনুষ্ঠান, ভোগ বিতরণ, পূজার্চনা।

এবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে চলবে ইসকনের সাত দিন ধরে জগন্নাথের উৎসব, এবারে মূল থিম , পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল, যেখানে সাতদিন ধরে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবেন।, মাঝে মাঝে ইসকনের মহাপ্রভুরা এসে তদারকি করছেন , যাহাতে কোনরকম অসুবিধা না হয় ,সময় মত কাজ শেষ করা যায়, মাঠের চতুর্দিকে প্রতিবারের ন্যায় প্যান্ডেল তৈরি হচ্ছে। কিছু কিছু ভক্তরাও আসতে শুরু করে দিয়েছে, দূর দুরান্ত থেকে , যে সকল ভক্তরা আসেন অনেক আগে থেকেই, বৃষ্টির জন্য অনেকটা তারাও বাধা প্রাপ্ত হচ্ছেন, তবে অনুমান রাতের মধ্যেই সব এসে হাজির হবে, সুন্দর সুন্দর কাজে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলটি। ‌দূর থেকে দেখলে মনে হয় একটা পুরীর মন্দির সোজা দাঁড়িয়ে আছে।

একইভাবে উৎসবে মেতে উঠবে পুরীর জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির সহ সারা দেশের মন্দির ও রথযাত্রা উৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট