কালিয়ায় অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি।
নিজস্ব সংবাদদাতাঃ
নড়াইলের কালিয়ায় নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করার খবর প্রকাশ করায় গালিগালাজ ও হত্যার হুমকি অভিযোগ উপজেলার ১৩নং বড়নাল ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সদ্য আওয়ামীলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলামের বিরুদ্ধে।
ইতিমধ্যে গালিগালাজ ও হত্যার হুমকি ভূক্তভোগী সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক উপজেলার জয়পুর গ্রামের মোঃ তারামিয়া মোল্লার ছেলে মোঃ বাবর আলী দেশের স্বনামধন্য টেলিভিশন বাংলাভিশনের ডিজিটালের নড়াইল জেলা প্রতিনিধি এবং খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েস অব টাইগারের কালিয়া উপজেলা প্রতিনিধি।
এ ঘটনায়,সাংবাদিক বাবর আলী বলেন, আজকে সকাল বেলা উপজেলা বিলদুরিয়া গ্রাম থেকে কয়েকজন ব্যক্তি নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরীর বিষয় আমাকে জানান।
আমি ও আমার একজন সহকর্মী সহ সরেজমিনে গিয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করার সত্যতা পাই।
পরবর্তীতে রাস্তার ঠিকাদার এবং ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের কাছে মুঠোফোনে কাজের বিষয়ে জানতে কল দিলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেন যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি পরবর্তীতে আমি আইনের সহায়তা নিব।
এ বিষয়ে হুমকি দাতা ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বক্তব্যর জন্য বারবার ০১৭১১৯৩৬৯৬১ তার নিজের নাম্বারে কল দিলেও তিনি রিসিভ করেননি।
ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।