কালীগঞ্জে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি।
গত ২৮ জুন দেশের কিছু জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক এবং বিভিন্ন অনলাইন পোর্টালে " ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মোঃ জাকারিয়া এর উপর আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে কালিগঞ্জ ইমাম পরিষদ, কওমী ওলামা পরিষদ ও তানযীমুল মাদারিসিল কওমিয়া এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২রা জুলাই বুধবার বিকেল ০৩ টায় ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য কালে এবং লিখিত ভাবে তারা দাবি উপস্থাপন করেন। তারা হাফেজ জাকারিয়ার উপর আনিত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করে মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে দিয়ে নিরাপত্তার সহিত হাফেজ জাকারিয়াকে করে যারা এই তথ্য সন্ত্রাস এর সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।
প্রকাশিত সংবাদটি সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর তীব্র নীন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ইমাম পরিষদ এর সাধারন সম্পাদক যুবাইর আহমদ, কালীগঞ্জ কওমী ওলামা পরিষদ ও তানযীমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি গাজী রুহুল আমীন কাসেমী, সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজীপুরী সহ বিভিন্ন মাদ্রাসার মুহতামিম গন ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত