বাড়ির লোকেদের মঙ্গল কামনায়, বিপত্তারীনি পূজোতে- কালীঘাট মন্দিরে জনসমুদ্র।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১লা জুলাই মঙ্গলবার, বিপত্তারীনি পূজো , তাই ভোর থেকে কালীঘাট মন্দিরে জনসমুদ্র, বাড়ির সকলের মঙ্গল কামনায় পরিবারের লোকেরা বিপত্তারীনীর ব্রত পালন করছেন, এবং পূজো দিতে কালীঘাট মন্দিরের ভিড় জমিয়েছেন, এবং লাইনে দাঁড়িয়ে রয়েছে।
দূর দূরান্ত থেকে পুজো দিতে ভিড় জমিয়েছেন কালীঘাটে, একদিকে চলছে মন্দিরের চতুর্দিকে বিপত্তারিণী প্রতিমা রেখে পুজো পাঠ, পুরোহিতির মন্ত্র উচ্চারণের সাথে সাথে, বহু মানুষকে পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়। কালীঘাটের মুখ থেকে শুরু করে মন্দিরের চতুর্দিকে প্রায় ৩০ থেকে ৪০ টা বিপত্তারিণী প্রতিমা বসিয়ে পূজা করছেন, এবং যাহারা পুজো দিতে এসেছেন ভিড়ে ঢুকতে না পেরে তারা এই বিপত্তারিণী মায়ের কাছে পুজো দিয়ে বাড়ি ফিরছেন, পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে সাথে পরিবারের লোকেরা পরিবারের ছেলেমেয়েদের মঙ্গল কামনায় প্রার্থনা জানাচ্ছেন।
বিপত্তারিণী পুজোকে কেন্দ্র করে, বহু বিক্রেতা মন্দিরে দুই ধারে সারিবদ্ধ ভাবে, ফলমূল সাজিয়ে, বিপত্তারিণী দূরী থেকে শুরু করে, পান সুপারি ফুল নিয়ে সাজিয়ে বসে আছেন, এবং দূর দূরান্ত থেকে পুজো দিতে আসা ভক্তরা, সেই ফলের ডালি মিষ্টির ডালি এবং ফুল কিনে মন্দিরের দিকে এগিয়ে এগোতে দেখা যায়।
বিক্রেতাদের কাছে ফলের ডালির দাম জানতে চাওয়া হলে বলেন , মিনিমাম ৫০ টাকা থেকে শুরু প্রতিটা ফলের ডালি, সন্দেশের প্যাকেট ৩০ টাকা থেকে 50 টাকা, জবা ফুলের মালা ১০০ থেকে ১৫০ টাকা, কুচো ফুল মিনিমাম কুড়ি টাকা, তাহার সাথে সাথে পুরোহিতের দক্ষিণা জানতে চাইলে বলেন, মিনিমাম ৫১ টাকা। যাদের বাড়িতে কে দুইজন একসাথে পুজো দিচ্ছেন, তাদের কথা রাখতে কিছুটা কমাচ্ছেন।
কালীঘাটের মন্দিরে ভক্তদের সমাগম হওয়ায় প্রশাসনের তরফ থেকে এবং তৃণমূল পার্টির তরফ থেকে বারবার ঘোষণা করা হয়, নিজেদের জিনিস সাবধানে রাখবেন, কেউ হুড়োহুড়ি করবেন না, এবং পুজো দিয়ে আমাদের এই মঞ্চ থেকে বিনা পয়সায় জল ও অন্যান্য জিনিস সংগ্রহ করবেন। আমাদের পার্টির তৃণমূল কর্মীর সদস্যরা আপনাদের সেবার জন্য উপস্থিত রয়েছেন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
তবে একটা জিনিস লক্ষ্য করা গেল, বালিঘাটে যে ফ্লাইওভারটি তৈরি করেছিলেন, পুজো দিতে আসা কিছু সংখ্যক ভক্ত ছাড়া বেশিরভাগ ভক্তরাই তাই অভাগীর তোলা দিয়ে মন্দিরে দিকে এগিয়ে যান। এবং কালীমন্দিরে পূজো দিচ্ছেন । ফ্লাইওভারের উপর তেমন কোন প্রভাব পড়েনি, ফ্লাইওভারের তলা থেকে মন্দির পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে যান চলা চল থেকে সবকিছু বিপর্যস্ত।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত