গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন এলাকায় রাতের অন্ধকারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি করে কারখানা: কিভাবে পেলো অনুমতি।
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে কঙ্কাল ফেক্টুরি নাম পরিচয় পাওয়া নিউ গোল্ডেন এগ্রো ফিড লিমিটেড কারখানায় রাতে ফেক্টরির কাজ চলমান থাকে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরি করে…
এই বিষয়ে সাংবাদিকরা সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে সিকিউরিটি ইনচার্জ উজ্জল, পকাশ এবং অজ্ঞাত আরও ৫/৭ জন লাঠি হাতে নিয়ে তেরে এসে এক পর্যায়ে সাংবাদিক ( জাতীয় দৈনিক প্রভাত প্রতিদিন ও দৈনিক সময়ের সন্ধানে ) আল আমিনকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সতীর্থদের সহযোগিতায় ভর্তি কারানো হয়।
সঙ্গে ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব, এবং হুদয় খান মুভি বাংলা টেলিভিশন,তৈবুল রহমান, জনি, শাহাদত, নতুন সময়।
ঘটনার পর বিএনপি নেতা মিন্টু, আজাহার আরও বেশ কয়েকজন এবং এলাকাবাসীর সহযোগিতায় সাংবাদিকরা কারখানা থেকে বের হয়।