জৈন্তাপুর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ
খেলাফত মজলিস সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শাখার উদ্যোগে নির্ধারিত ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪জুলাই) অনুষ্ঠিত দিনব্যাপী উক্ত তরবিয়তি মজলিসে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করছেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুখলিসুর রহমান।
উপজেলা শাখা সভাপতি মাওলানা হাসান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আজমল হকের পরিচালনায় নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করেন সিলেট জেলা শাখার কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান।
সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন সিলেট মহানগরী উলামা বিষয়ক সম্পাদম মাওলানা ওলীউর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বিলাল আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা নজির আহমদ, মাওলানা আরিফ রব্বানী, সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ডা: আলীম উদ্দীন খা, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক মজলিস উপজেলা শাখার সভাপতি আলীম উদ্দীন বিন আহমদ, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ইসলামী যুব মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুখলিসুর রহমান, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা সভাপতি হোসাইন আহমদ জুবায়ের, বায়তুলমাল সম্পাদক হাম্মাদ মামনুন প্রমুখ।