মেহেরপুর সদর শ্যামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার ৫ জুলাই-২০২৫ বিকেল ৪ টার সময় শ্যামপুর স্কুল মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন,তিনি বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম,মেহেরপুর জেলা মহিলাদলের সভাপতি সাইয়্যেদাতুন নেসা নয়ন,শ্যামপুর ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান, মোঃ সৈয়দ আলীসহ শ্যামপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে মাসুদ অরুন শ্যামপুর গ্রামে গণসংযোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।