শ্রীপুরে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
মোঃসুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও পেশাগত স্বাধীনতা রক্ষার দাবিতে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। ক্রমবর্ধমান মিথ্যা মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় শ্রীপুরের মাওনা উড়ালসেতুর নিচে এই মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা এবং শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব। দুইটি ব্যানারে আয়োজিত মানববন্ধনে শ্রীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিকরা দেশের জন্য কাজ করেন, দুর্নীতি ও অনিয়মের তথ্য তুলে ধরেন। অথচ আজ তারাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলা, হুমকি-ধমকি, এমনকি হামলারও শিকার হতে হচ্ছে।”
এই সময় বক্তব্য রাখেন:
রুহুল আমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি, শ্রীপুর প্রেসক্লাব
মোবারক হোসেন, সভাপতি, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব
চুন্নু ফকির, জ্যেষ্ঠ সাংবাদিক
এছাড়াও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ ও রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যরা।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন,
“সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। সুরক্ষা আইন না থাকায় অনেক সময় প্রশাসনিক সহায়তাও ঠিকভাবে পাওয়া যায় না। তাই দ্রুত একটি কার্যকর সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি।”
সকল বক্তার কণ্ঠে একটাই দাবি—
“সাংবাদিকের কলম যেন ভয় ও হুমকির কাছে মাথানত না করে, তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”