সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে মানববন্ধন
বিশেষ প্রতিনিধি:
সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান মিথ্যা মামলা, হামলা ও হয়রানির প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় মাওনা উড়ালসেতুর নিচে এ মানববন্ধনের আয়োজন করে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব। এতে শ্রীপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের কথা বলেন। অথচ বর্তমানে সাংবাদিকদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এ অবস্থায় একটি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি।
আরো বলেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হুমকি-ধমকি ও হামলার মুখে পড়তে হচ্ছে। এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইন পাস করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ,সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবুল কাশেম সহ আরও অনেকে।
সবার দাবি—“সাংবাদিকদের কলম যেন ভয় ও হুমকির কাছে মাথানত না করে, তা নিশ্চিত করতে হবে”।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত