দুদিনের টানা বৃষ্টিতে কলকাতা মহানগরী জলে ভাসলো।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ৮ ই জুলাই মঙ্গলবার, দুদিনের টানা বৃষ্টিতে কলকাতা মহানগরী জলে ভাসলো, অফিস-যাত্রী থেকে শুরু করে, সাধারণ মানুষ বিপাকে, বিভিন্ন এলাকায় এক হাঁটুর উপর জল, রাস্তায় যান চলাচল বিপর্যস্ত, বেশিরভাগ রাস্তার মোড়ে মোড়ে জামের সৃষ্টি বৃষ্টির ফলে, তার মধ্যে অফিসযাত্রীরা ঠিক সময়ে অফিস না পৌঁছাতে পাড়ায় চিন্তায় পড়ছেন।
অফিস ও মার্কেট এলাকায় এতটাই জল যে দোকানদানিও না খোলার মতো, কারণ দোকানে নিচে এক হাঁটু করে জল দাঁড়িয়ে গিয়েছে ফলে ক্রেতাদের দেখাও পাওয়া যায় না। সাধারণ মানুষের হাতে ছাতা থাকলেও, মুষলধারে বৃষ্টিকে আটকানো অসম্ভব, প্রতিটি মানুষ ভিজে বাড়ি ফিরছেন এমনকি অফিস যাত্রীরা ও ভিজে অফিস পৌঁছানোর চেষ্টা করছেন।
কলেজ স্ট্রীট, সেন্ট্রাল এভিনিউ, গিরিশ পার্ক, পার্ক স্ট্রীট, বউবাজার থেকে শুরু করে অন্যান্য এলাকাতেও জল প্লাজিত, কোথাও কোথাও মেশিন দিয়ে জল ছিঁচে কমানোর চেষ্টা করছেন, এক একটি এলাকায় তিনটে চারটি করে মেশিনের মাধ্যমে জল তুলে অন্য জায়গায় ফেলা হচ্ছে। বেশিরভাগ সাধারণ মানুষের মুখে একটা কথাই শোনা যায়, তবে এটা থেকে রেহাই পাবো, কবে জল দাঁড়ানো বন্ধ হবে।
দিন সমানে বৃষ্টি হওয়ার ফলে, রাস্তাঘাটে ও স্কুল কলেজে মানুষের সংখ্যাও কম এমনকি ছাত্র-ছাত্রীও, বাসেও ভীর তেমন দেখা যায়নি, কোন বাসে আটজন, কোন বাসের ১০ জন যাত্রী নিয়ে যেতে হচ্ছে। ট্রাম চলাচল সম্পূর্ণ ব্যাহত, কারণ বৃষ্টির ফলে ট্রাম রাস্তায় জল দাঁড়িয়ে, ট্রাম রাস্তাও জলের তলায়, যার ফলে যে সকল এলাকা দিয়ে টান চলাচল করতো সেগুলি বন্ধ ছিলো,
তার মধ্যে চোখে পড়লো, সকল ছোট ছোট স্কুলের ছেলে মেয়েরা, স্কুলে এসেছিলো, স্কুল থেকে বেরিয়েই জল দেখে জলের মধ্যেই নাচানাচি করতে শুরু করে। পুলির জামা প্যান্ট ভিজিয়ে বাড়ি যাচ্ছে।
বৃষ্টি হলেই কলকাতায় নতুন কিছু আকর্ষণীয় জিনিস চোখে পড়ে। সেগুলি আমাদের ক্যামেরায় ধরা পড়ে।