সরিষাবাড়ীতে কৃষি মেলার উদ্বোধন
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
"কৃষিই সমৃদ্ধি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী কৃষি মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষি মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন। এতে উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ।
প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা ফিতা কেটে মেলার উদ্বোধন, স্টল পরিদর্শন ও বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, কৃষি সম্প্রসারণ অফিসার আল-আমিন, উপজেলা কৃষক দলের আহবায়ক কৃষিবিদ আব্দুল মজিদ। অনুষ্ঠানটি পরিচালনা পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ,নার্সারির মালিকগণ উপস্থিত ছিলেন।
মেলায় মডেল গ্রাম, আইপিএম কর্নার, জৈব কৃষি কর্নার, প্ল্যান্ট ডক্টরস ক্লিনিক, আমার যান্ত্রিকীকরণ কর্নার, ই- কৃষি, উত্তম কৃষি চর্চা কর্নার, সবজি কর্নার, ফল কর্নার, কৃষি পণ্য বিক্রয় কর্নার, জুয়েল নার্সারি , হাসনাহেনা নার্সারি সহ ১০টি স্টল বসানো হয়েছে।
মেলায় বক্তারা বলেন, এই মেলা কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে কৃষকদের অবহিত করতে এবং আধুনিক কৃষিক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন ফসলের উন্নত জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং কৃষি ঋণের সুযোগ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হচ্ছে।
এছাড়াও, স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে, যা দর্শকদের বিশেষ আকর্ষণ যোগাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা কৃষির উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন।
তারা আশা প্রকাশ করেন যে এই মেলা সরিষাবাড়ী অঞ্চলের কৃষকদের নতুন জ্ঞান ও প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত