শ্রীপুরের বাতাসে কি এখন অস্ত্রের গন্ধ নাকি এ এক নতুন খেলা?
মোঃসুলতান মাহমুদ। গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর এখন এক অজানা আশঙ্কায় ধুঁকছে। কদিন আগেই কিশোর গ্যাং লিডারদের প্রকাশ্য উল্লাস, ফাঁকা গুলির শব্দে প্রকম্পিত নগর হাওলা গ্রাম। আর মাস না পেরোতেই হাজী মার্কেট সংলগ্ন এলাকায় পিস্তল ঠেকিয়ে দিনের আলোয় এক শিক্ষার্থীকে অপহরণ! এ যেন সিনেমার দৃশ্য, অথচ নির্মম বাস্তবতা।
প্রশ্ন জাগে, পিস্তল কি এখন এতটাই সহজলভ্য যে হাতে হাতে ঘুরছে? খেলনার মতো ব্যবহৃত হচ্ছে মানুষের জীবন৷ কেড়ে নেওয়ার অস্ত্র? এই ঘটনাগুলো প্রমাণ করে, ভয়ঙ্কর এক প্রবণতা গ্রাস করছে আমাদের শ্রীপুরকে। সমাজ কি তবে এক অন্ধকার গহ্বরের দিকে এগোচ্ছে?
প্রশাসন কি দেখছে না এই বিপজ্জনক খেলা? আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই। এই সব ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের মুখোশ উন্মোচন হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অন্যথায়, শ্রীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
আমাদের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্রের জাল ছিন্ন করা অত্যন্ত জরুরি। এই নীরব ঘাতকরাই সমাজে অপরাধের বিষ ছড়াচ্ছে। শ্রীপুরের মানুষ আজ শঙ্কিত। দ্রুত এর প্রতিকার চাই!