আশুলিয়ায় ২৮৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত, অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ
সাভারের আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। পরীক্ষার এডমিট কার্ডে ভুল বিষয় অন্তর্ভুক্ত হওয়ায় পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের চরম গাফিলতির কারণেই তারা এই সংকটে পড়েছেন।
বুধবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তারা। আন্দোলনে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, যেসব বিষয়ে তাদের ক্লাস নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো অনুমোদন নেই কলেজের। অথচ এডমিট কার্ডে এসেছে ভূগোল, সমাজকর্ম ও পরিসংখ্যানের মতো বিষয়, যা তাদের পড়ানোই হয়নি।
এ সময় তারা তিন দফা দাবিতে আন্দোলন করেন:
১. ভুল এডমিট কার্ড সংশোধন ও পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চয়তা,
২. দায়ী শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত ও শাস্তি,
৩. অধ্যক্ষ হাবিবুর রহমানের পদত্যাগ।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান আজাদ বলেন, “শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনে আমরা পাশে আছি। প্রয়োজন হলে প্রশাসনের সাথে কথা বলব।”
অন্যদিকে কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি। যদি সেটা করতে না পারি, তাহলে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াবো।”
এদিকে মঙ্গলবারও শিক্ষার্থীরা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক ও সিএমবি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত