1. info@dainikagamirbangla.online : দৈনিক আগমির বাংলা : দৈনিক আগমির বাংলা
  2. info@www.dainikagamirbangla.online : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আগমির বাংলা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
সাভার আশুলিয়ায় মহাসড়কে চার ট্রাক আটকে, তীব্র যানজট গাংনী বামুন্দীর সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুরসহ ৬ আওয়ামী লীগের নেতা কারাগারে কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে শুভ সূচনা হলো, লেখক দেবাশীষ ভৌমিকের – চতুর্থ বই,” ফার্স্ট ডে আট ওয়ার্ক “ আশুলিয়ায় ২৮৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত, অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুর কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্গলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত বীরগঞ্জে জমি বিরোধের জেরে কর্মচারীকে কুপিয়ে জখম, থানায় মামলা দায়ের রায়পুরায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা কথাসাহত্যিক তুলতুলের মুক্তিযোদ্ধা বাবা আর নেই। সরিষাবাড়ীতে দাবীকৃত চাঁদা না দেয়ায় সুপারভাইজার-ইঞ্জিনিয়ার কে মারধর ইমাম ও উলামা মশায়েখরা সমাজের দর্পণ ———ইলিয়াসপন্তী লুনা

সরিষাবাড়ীতে দাবীকৃত চাঁদা না দেয়ায় সুপারভাইজার-ইঞ্জিনিয়ার কে মারধর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে দাবীকৃত চাঁদা না দেয়ায় সুপারভাইজার-ইঞ্জিনিয়ার কে মারধর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি বাইপাস মহাসড়কের নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের নিকট দাবীকৃত চাঁদা না দেয়ায় সংশ্লিষ্ট সুপারভাইজার ও সাইড় প্রকৌশলীকে মারধর ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারাকান্দি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদ অধিদপ্তরের অর্থায়নে বাইপাস মহাসড়ক প্রশস্ত করণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠান কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেড, আবেদ মনসুর কনস্ট্রাকশন, ও হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড (জেভি) নামে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথভাবে বাইপাস সড়ক প্রশস্ত করন নির্মাণকাজ চলছিল। মঙ্গলবার(৮ জুলাই ) রাত দশটার দিকে রাস্তায় দুটি ড্রাম ট্রাক করে রাস্তায় বালি ফেলতে যায়। এ সময় সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ি গ্রামের তারা মিয়ার ছেলে নাঈম মিয়া, ময়েজ উদ্দিন এর ছেলে বাচ্চু মিয়া, এবং সোহরাব আলীর ছেলে ফারুক এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরদিন বুধবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে একই স্থানে ড্রাম ট্রাকে বালি ফেলতে গেলে তারা আবারো ৫০ হাজার টাকা না দিলে কাজ করতে দেবে না এই বলে বাধা প্রদান করে। এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের সুপারভাইজার সানি মিয়া ও সাইড় প্রকৌশলী মাজেদুর রহমান প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে এবং সানির নিকট থাকা একটি দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

পরে ঠিকাদার প্রতিষ্ঠানের সুপারভাইজার সানি এবং সাইড় ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান আত্মরক্ষার জন্য ঘটনাস্থল হতে মোটরসাইকেলে দিয়ে সরে আসার জন্য মোটরসাইকেলে উঠলে তারা সংঘটিত হয়ে আবারো আক্রমণের চেষ্টা করলে স্থানীয়দের বাধা মুখে ব্যর্থ হয়। এরপরেও ঠিকাদার প্রতিষ্ঠানের দুই কর্মচারী ঘটনাস্থল থেকে মোটরসাইকেলে রওনা দিলে পিছনে থেকে তারা ধাওয়া করে। এ ঘটনায় নির্মাণ কাজে জড়িত শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আবেদ মনছুর কনস্ট্রাকশন-এর ব্যবস্থাপক আনোয়ার হোসেন এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারাকান্দি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী চা দোকানদার আনোয়ার হোসেন ও এলাকাবাসী জানান, তারা হামলাকারীদের প্রতিবাদ করলে তারাও গালিগালাজ ও হুমকির শিকার হন। সাধারণ মানুষ দুঃখ প্রকাশ করে বলেন, সরকার যেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে, সেখানে একটি চিহ্নিত গোষ্ঠী চাঁদাবাজি ও সন্ত্রাসী কায়দায় নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান (রাশেদ) জানান ,এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণ ও স্থানীয় সচেতন মহল দ্রুত এ ঘটনার বিচার দাবি করেছেন এবং নির্মাণকাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© দৈনিক আগমির বাংলা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট