সাভার আশুলিয়ায় মহাসড়কে চার ট্রাক আটকে, তীব্র যানজট
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ,
সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে পণ্যবাহী চারটি ট্রাক আটকে গেছে। এর মধ্যে দুটি ট্রাক উল্টে পড়ে এবং অপর দুটি গর্তে আটকে যায়। ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গভীর রাত ও সকালে, যখন উত্তরবঙ্গ থেকে আসা ট্রাকগুলো বাইপাইল এলাকায় পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মহাসড়কে বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক সরানো হলেও বাকি তিনটি এখনো সড়কে পড়ে আছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত