আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি: আমান উল্লাহ আমান
বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ ,
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
শুক্রবার সাভারের তেঁতুলঝোড়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি অংশ নেবে এবং জনগণের ভোটে ক্ষমতায় আসবে।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন।
সভায় ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ও জামাল উদ্দিন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।