তারাকান্দায় এনসিপি ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ এবং ঢাকার মিডফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যুব ও ছাত্র আন্দোলন।
শনিবার (১২ জুলাই ২০২৫) বিকালে এইচ এ ডিজিটাল স্কুল ও কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দক্ষিণবাজার প্রদক্ষিণ করে উত্তরবাজারের ঈদগাহ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাকান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা আজিজুল হক আজাদী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর আলম এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুদ রানা ও ইউনুস আলী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
বক্তারা দেশে চলমান নৈরাজ্য, চাঁদাবাজি, এবং মিডফোর্ড হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। সেইসঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক মোঃ মিন্টু মিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত