ভালুকায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার এক
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় যৌথবাহিনীর একটি গোপন অভিযানে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।শনিবার( ১২ জুলাই ২০২৫) গভীর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জীবনতলা বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভালুকা মডেল থানার একটি বিশেষ দল। আটক ব্যক্তি মোঃ হাফিজ উদ্দিন (৪৫), তিনি জীবনতলা এলাকার মৃত নুরুউদ্দিন মুন্সির পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজ উদ্দিনের বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধীচক্র সক্রিয় ছিল। তারা যৌথবাহিনীর এই অভিযানের প্রশংসা জানিয়ে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপের আহ্বান জানান প্রশাসনের প্রতি।
পুলিশ সূত্রে জানা যায়, আটক হাফিজ উদ্দিনের বিরুদ্ধে অতীতে কোনো মামলার তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।