চব্বিশের গণঅভ্যুত্থান— কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে তারেক রহমান
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি,
চব্বিশের গণআন্দোলনে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত ১০ শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এই অনুষ্ঠানে শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং তারেক রহমানের পক্ষ থেকে বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে শহীদ পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান ছাড়াও রাজনৈতিক বক্তব্যে রিজভী আহমেদ বলেন, “তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাঁকে নিয়ে অশালীন ও অপপ্রচারমূলক মন্তব্য বন্ধ করুন। না হলে এর পরিণতি শুভ হবে না। জুলাই-আগস্ট আন্দোলন তারই নেতৃত্ব ও প্রেরণায় বেগবান হয়েছে। কাজেই তাঁর প্রতি সম্মান বজায় রাখা সবার উচিত।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস সাহেবের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আমরা সমর্থন দিয়েছি, যদিও দেশে এখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন। কাঁচা মরিচ কেজি প্রতি ৩০০ টাকা, খাদ্যপণ্যের দাম সপ্তাহে ২-৩ টাকা করে বাড়ছে। তারপরও আমরা বিশ্বাস করি, এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে টাকা পাচার করছে না। তাই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগেই নির্বাচন ঘোষণা করা উচিত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়াও বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম পৌর বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।
জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে চলমান গণআন্দোলনের সময় কুড়িগ্রামের যেসব শহীদদের পরিবারকে এদিন সহায়তা দেওয়া হয়, তারা হলেন, শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহমেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।