সালথায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ
মোঃ ইলিয়াছ খান
সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৫০০ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী বাস স্ট্যান্ড এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে।
আটকৃত রফিকুল ওই ইউনিয়নের বাউষখালী মৃত দাদন ফকিরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে আনুমানিক সাড়ে ৪ টার দিকে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি রফিকুল কে ৫০০ গ্রাম গাঁজাসহ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।