সেনাবাহিনীর অভিযানে মেহেরপুরে পিস্তলসহ ৩৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর মুজিবনগর উপজেলা শিবপুর মাঠপাড়া আলমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তলসহ ৩৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, মঙ্গলবার ১৫ জুলাই-২০২৫ ভোররাতে এ অভিযান পরিচালিত হয়েছে।
সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, ছিনতাইকারী, দালাল চক্র ও এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
এই ধারাবাহিক অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর একটি টিম মুজিবনগর শিবপুর গ্রামের জাকির গাইনের ছেলে আলম হোসেনের বাড়িতে অভিযান চালায়,অভিযানে তার বাড়ি থেকে একটি পিস্তলসহ ২২ বোরের ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।