হালুয়াঘাটে মউশিক শিক্ষক কল্যান পরিষদ এর ইউনিয়ন কমিটি গঠন
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ইসলামিক ফাউন্ডেশন এর আওতাধীন ৯ নং ধারা ইউনিয়ন এর ইসলামীক ফাউন্ডেশনের ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কল্যান পরিষদ এর ১৭ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে হাফেজ আমিনুল ইসলামকে সভাপতি এবং মাওঃ মাহবুব আলম মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা মউশিক শিক্ষক কল্যান পরিষদ এর সভাপতি মাওঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা মউশিক শিক্ষক কল্যান পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নৃত্রীবৃন্দ ও ৯ নং ধারা ইউনিয়ন এর ইসলামীক ফাউন্ডেশনের সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমরা মউশিক শিক্ষক কল্যান পরিষদ উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করব। এই কমিটির মাধ্যমে আমরা আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্যতা ও সহমর্মিতা বৃদ্ধি করব। আমাদের কোনো শিক্ষক বিপদে পড়লে বা অসুস্থ হলে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আর যেকোনো দাবি আদায় করতে হলে সকলকে একটা প্লাটফর্মে আসতে হয় সেই লক্ষ্যেই আমাদের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমরা প্রতিটি জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি দিচ্ছি যাতে করে আমাদের সকল শিক্ষকদেরকে আমরা একটি প্লাটফর্মে নিয়ে আসতে পারি । এক শিক্ষকের বিপদে অন্য সকল শিক্ষক আমরা যেন এগিয়ে আসতে পারি। নব গঠিত কমিটির সদস্য গন সঠিক ভাবে দায়িত্ব পালন করতে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।