ভালুকায় সেনা-পুলিশের যৌথ অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ২
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) ভোররাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস (প্রা:) লিমিটেড কারখানার সামনে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
ভালুকা মডেল থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৯৩৭, তারিখ-১৪/০৭/২০২৫ এর ভিত্তিতে এসআই মোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চলাকালে রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৫৭৯) থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় বাসে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানারের পাড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুস সুবাহান (৪১) এবং ময়মনসিংহ সদর উপজেলার শ্যামরামপুর গ্রামের গহরের ছেলে আনু (৩৪)।
পরে জব্দকৃত গাঁজা ও আটককৃতদের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় ভালুকা মডেল থানায় মামলা (নং-২৭, তারিখ-১৫/০৭/২০২৫ ইং) রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।