ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল দাওয়াতি মিছিল ও সমাবেশ
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখুন…মজলুম জননেতা আব্দুল গফুর
আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় দাওয়াতী মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বাদ আছর মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিভিন্ন ধরনের ফেসটুন, প্লাকার্ড ও কালেমা খচিত ব্যানার শোভা পাচ্ছিল মিছিলে। পরে ভেড়ামারা বাসষ্টান্ডে সমাবেশ করে সংগঠনটি। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন’র সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক তারিক আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বাংলার মানুষ মুক্ত হয়। নতুন স্বাধীনতা লাভ করে। দীর্ঘ সময় পর নব্য ফ্যাসিষ্টদের সহযোগিতায় আবারো ফ্যাসিষ্টরা ফিরে আসার চেষ্টা করছে। জুলাই সনদ সংবিধানে এখনো সংযুক্ত হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিফলে যাবে হাজার হাজার মেধাবী সন্তানদের জীবন দেওয়া। তিনি বলেন, আগামী ১৯ জুলাই ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে কে সামনে নিয়ে জামায়াত ইসলাম ঢাকায় জাতীয় সমাবেশ আহবান করেছে। সমাবেশে যোগ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।